Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচল মার্চে


২৭ জানুয়ারি ২০১৯ ১৫:৪৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৮:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী মার্চে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার ড. আদারস শোয়াইকা।

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, ‘দুই দেশের মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রাপ্তির বিষয়টি সহজ করা হবে।’

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, ‘ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশিদের ভিসা সহজীকরণের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

সারাবাংলা/একে

ভারত-বাংলাদেশের জাহাজ চলাচল ভারতের হাইকমিশনার