প্রধানমন্ত্রীর সঙ্গে ৪ নারী সেনা কর্মকর্তার সাক্ষাৎ
২৭ জানুয়ারি ২০১৯ ১৫:২৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৬:০২
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেনাবাহিনীর ফাইটিং ফোর্সের প্রথম ব্যাটালিয়ন অধিনায়ক ৪ নারী কর্মকর্তা সাক্ষাৎ করেন। রোববার (২৭ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এই চার নারী কর্মকর্তা। তারা হলেন, লেফটেন্যান্ট কর্নেল সানজিদা হোসেন, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দা নাজিয়া রায়হান, লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরীন ও লেফটেন্যান্ট কর্নেল সারাহ্ আমির।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি এই চার নারী অফিসারকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। ওই দিন সেনাবাহিনী সদর দফতরে পদোন্নতি প্রাপ্ত চার নারীকে লেফটেন্যান্ট কর্নেল পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সারাবাংলা/জেএ/এমএইচ