Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে এমপি নাবিলের বাড়িসহ ৬ স্থানে বোমা হামলা


২৭ জানুয়ারি ২০১৯ ১৪:১৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৪:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

যশোর: যশোরে এমপির বাড়ি এবং আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে পরপর এ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে।

ওসি অপূর্ব হাসান জানান, শনিবার মধ্যরাতে সদরের এমপি কাজী নাবিল আহমেদের বাড়ি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের জাবির হোটেলে, চাকলাদর ফিলিং স্টেশন, যুবলীগ নেতা ফন্টু চাকালাদারের বাড়ি, শ্রমিক নেতা আজিজুল আলম মিন্টুর বাড়িতে এসব বোমা হামলা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও বোমার সরঞ্জাম উদ্ধার করেছে। পরবর্তীতে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় জেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ মিছিল বের করে তারা দাবি করে চিহ্নিত সন্ত্রাসীরা এ বোমা হামলা ঘটিয়েছে। এর সাথে জড়িতদের আটকের দাবি করে করেছেন তারা।

সারাবাংলা/এমএইচ

বোমা হামলা যশোর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর