চিকিৎসক অনুপস্থিত থাকলে ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর
২৭ জানুয়ারি ২০১৯ ১৩:২০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৫:১৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: কর্মক্ষেত্রে কোনো চিকিৎসক অনুপস্থিত থাকলে তাকে সঙ্গে সঙ্গে ওসএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে উপস্থিত কর্মকর্তাদের প্রতি তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কর্মক্ষেত্রে ডাক্তার পাওয়া না গেলে আমার নির্দেশ সঙ্গে সঙ্গে ওএসডি করতে হবে। পরেরটা পরে দেখা যাবে।’
শেখ হাসিনা বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে, এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে।’
চিকিৎসক-নার্সদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘রোগীদের যথাযথ সেবা দিতে হবে। নতুবা আপনাদেরও ওএসডি করা হবে, চাকরি থাকবে না।’
শেখ হাসিনা নার্সদের উদ্দেশে বলেন, ‘দ্বিতীয় শ্রেণির চাকরির মর্যাদা পেয়ে নার্সরা রোগীর সেবা করবেন না সেটা হবে না। শুধু ওষুধ খাওয়ানোর জন্য তাদের নার্স করা হয়নি। যারা রোগীর সেবা করবেন না তাদের এই পেশায় আসার দরকার নাই।’
প্রধানমন্ত্রী জানান, আগামীতে ঢাকা মেডিকেল কলেজ আরো সম্প্রসারণ করা হবে। আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে। ১০ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।
মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা বিদ্যায় পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। তাদের উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে। রোগীদের নিবিড় সেবা দিতে নার্সদের কর্মপরিধি সুনির্দিষ্ট করা প্রয়োজন।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের ডাক্তাররা সবসময় প্রাইভেট চিকিৎসা দিতেই পছন্দ করে। পৃথিবীর বহু দেশ আছে, সরকারি চাকরি যতদিন করে ততদিন কিন্তু প্রাইভেট চাকরি করতে পারে না। এমনকি সিঙ্গাপুরেও যাবেন, এনইউএইচের ডাক্তাররা প্রাইভেট চিকিৎসা করতে গেলে ওই হাসপাতালের মধ্যেই আলাদা ব্যবস্থা আছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘হাসপাতালে রোগী দেখার পরে প্রাইভেট হাসপাতালে গিয়ে কেউ রাত ১২টা, ১টা, ২টা পর্যন্তও নাকি অপারেশন করে। যে ডাক্তার রাতভর অপরারেশন করবে সে আবার সকাল ৮টার সময় এসে রোগী দেখবে কী করে? তার মেজাজাতো এমনিই খিটখিটে থাকবে। এটা যেন না হয় সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার।’
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/একে