Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুপার ময়নাতদন্তে ধর্ষণের আলামত


১৬ জানুয়ারি ২০১৮ ১৮:২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

টাঙ্গাইল : রুপা হত্যা মামলার ময়নাতদন্তের রিপোর্টে মাথায় আঘাত এবং ধর্ষণের আলামতও পাওয়া গেছে বলে সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক সাইদুর রহমান।

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ল’কলেজের ছাত্রী রুপা খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে মঙ্গলবার এ মামলার আরও ৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া দুপুরে এই মামলার সাক্ষ্য নেন।

মঙ্গলবার ৬ষ্ঠ দিনের শুনানিতে সাক্ষ্য দেন রুপার ময়নাতদন্তকারী চিকিৎসক সাইদুর রহমান, সুরতাহল প্রতিবেদনের সাক্ষী কিশোর ও মান্নান এবং পুলিশের জব্দ তালিকার সাক্ষী মো. আব্দুল হান্নান। এ নিয়ে মামলার বাদিসহ ১৯ জনের সাক্ষী ও জেরা শেষ করে আদালত।

আগামীকাল বুধবার মামলার আসামীদের ১৬৪ ধারা জবানবন্দি নেবে আদালত। এছাড়া নারায়নগঞ্জের ৪ ম্যাজিস্ট্রেটের সাক্ষীর দিন ঠিক করেছে আদালত।

গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণ করে। পরে তাকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ ওই রাতেই তার লাশ উদ্ধার করে।

সারাবাংলা/আরসি

টাঙ্গাইল রুপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর