Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন প্রবীণ রাজনীতিক নূরুল আলম চৌধুরী


২৭ জানুয়ারি ২০১৯ ১১:২০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১২:১২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: বর্ষীয়ান রাজনীতিক, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী আর নেই।

রোববার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই রাজনীতিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম সারাবাংলাকে জানিয়েছেন, নুরুল আলম চৌধুরীর বয়স হয়েছিল ৭৩ বছর।

জননেতা নুরুল আলম চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগের নেতারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে তিনি ষাটের দশকে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছিলেন। মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। স্বাধীনতার পর চট্টগ্রামের ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের সংসদে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রতিবাদ করেছিলেন তিনি। এজন্য তাকে কারাগারে যেতে হয়।

এরপর ১৯৮৬ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন ফটিকছড়ি নির্বাচনি এলাকা থেকে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ওমানের রাষ্ট্রদূত করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র নূরুল আলম চৌধুরী ১৯৭৩ সালে প্রথম বিসিএস উত্তীর্ণ হয়েছিলেন। তবে বঙ্গবন্ধুর আহ্বানে রাজনীতি ছেড়ে পেশায় জড়াননি। নুরুল আলম চৌধুরী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞাপন

উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী জানান, সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জমিয়তুল ফালাহ ময়দানে প্রয়াতের প্রথম নামাজে জানাজা, বাদ জোহর ফটিকছড়ি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ আসর ফটিকছড়ির গোপালঘাটা মতিউর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

সারাবাংলা/আরডি/এনএইচ

আওয়ামী লীগ নেতা নূরুল আলম চৌধুরী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর