স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৭ জানুয়ারি ২০১৯ ১১:০২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১১:০৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে এসেছেন। রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।
সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কার্যক্রম ও অগ্রগতি প্রধানমন্ত্রী তদারকি করবেন।
এছাড়া মন্ত্রণালয়ের একশ দিনের পরিকল্পনা বিষয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।
বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহারে স্বাস্থ্যসেবা গুরুত্ব পেয়েছে। ইশতেহার বাস্তবায়নেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন।
সারাবাংলা/এএইচএইচ/এনএইচ