Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ পৌরসভা ও ২৯ ইউপিতে আ. লীগের টিকিট পেলেন যারা


২৭ জানুয়ারি ২০১৯ ০২:৩৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ০২:৩৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশের তিনটি পৌরসভা ও ২৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ও উপনির্বাচনে মেয়র ও চেয়ারম্যানপদে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (২৬ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। এদিন রাতেই দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরগুনা জেলায় আমতলী উপজেলার আমতলী পৌরসভায় মতিয়ার রহমান, পটুয়াখালী সদর পৌরসভায় কাজী আলমগীর ও খুলনা কালীগঞ্জ পৌরসভায় আশরাফুল আলমকে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া, দেশের ২৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদে মো. আব্দুল আউয়াল, ফরক্কাবাদে মো. হুসেন আলী ও বিরলে মো. মারুফ হোসেন। নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুরে মো. এমদাদুল ইসলাম, চাঁপানবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোলে মো. আব্দুস ছালাম, খুলনার পাইকগাছা উপজেলার লতায় দেবী রানী বিশ্বাস, সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে মোস্তফা কবিরুজ্জামান, যশোরের মনিরামপুরের খেদাপাড়ায় মো. আব্দুল আলীম, বরিশালের উজিরপুরের জল্লায় বেবী রানী দাস, ভোলার বোরহানউদ্দিনের হাসান নগরে মো. মানিক হাওলাদার।

পিরোজপুরের ভাণ্ডারিয়ার তেলিখালীতে মো. শামসু উদ্দীন, গাজীপুরের কাপাসিয়ার রায়েদে মো. শফিকুল হাকিম মোল্যা হিরন, ফরিদপুরের নগরকান্দার তালমায় দেলোয়ারা বেগম, সদরের চাঁদপুরে মোসা. শামসুন্নাহার, মধুখালীর নওপাড়া মো. হাবিবুর রহমান মোল্লা, শরীয়তপুরের ভেদরগঞ্জের কাচিকাটায় আবুল হাশেম।

বিজ্ঞাপন

মাদারীপুরের শিবচরের চরজানাজাতে জাহাঙ্গীর আলম রায়হান সরকার, নেত্রকোনার খালিয়াজুরীর সৈয়দ মনিরুল ইসলাম, ময়মনসিংহের নান্দাইলের বীর বেতাগৈরে আব্দুল মতিন, চর বেতাগৈরে মো. আবুল হোসেন, সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড়ে মো. আশিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদীতে (পশ্চিম) মহসিন মিঞা, নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নে ছোয়াব আহমেদ হৃতুল, কুমিল্লার বরুড়ার গালিমপুরে মো. রবিউল আলম।

নোয়াখালীর সুবর্ণচরে মোহাম্মদপুর ইউনিয়নে মোহা. আবুল কালাম, চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে সৈয়দ ওসমান গণি বাবু, ফটিকছড়ির খিরামে মুহাম্মদ শহীদুল আলম ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়ি উপজেলার তিনটহরীতে মোহাম্মদ আবুল কালাম আজাদকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনআর/এমএনএইচ/আইই

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর