ডিএনসিসি উপ-নির্বাচনে বিশেষ দায়িত্ব পেলেন আ.লীগের ৫ নেতা
২৬ জানুয়ারি ২০১৯ ২২:৫৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২৩:০০
।। নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের সমন্বয়কের বিশেষ দায়িত্ব পেলেন আওয়ামী লীগের ৫ শীর্ষ নেতা। তারা হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, (কর্নেল অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আতিকুল ইসলামের এবং কিশোরগঞ্জ-১ আসনে পুনঃনির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
সংসদীয় বোর্ডের যৌথসভায় ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ও কাউন্সিলরদের বিজয় নিশ্চিতে দলের ৫ শীর্ষ নেতাকে নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’
আরও পড়ুন: ডিএনসিসি’তে আতিকুল, কিশোরগঞ্জে জাকিয়া নূর আ. লীগ প্রার্থী
এছাড়া, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর প্রার্থী সিলকশনেও সমন্বয়ক টিম করে দেন দলীয় সভাপতি। ওই নেতারারাই এসব টিমের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সারাবাংলাকে বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, (কর্নেল অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।’
কিশোরগঞ্জ-১ আসনে কাউকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে নানক বলেন, ‘না। ওখানে কাউকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়নি। সেখানে দলীয় সভাপতিই মনিটরিং করবেন।’
এদিকে, সভার একটি সূত্র জানায়, ডাকসু নির্বাচনের সমন্বয়ক হিসেবে উপদেষ্টা পরিষদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদকে দায়িত্ন দেওয়ার কথা আলোচনা হয়।
সারাবাংলা/এনআর/এমএনএইচ