Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা মার্চে’


২৬ জানুয়ারি ২০১৯ ২১:৫৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী মার্চেই মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনের অরিজিনাল ব্লু প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। সেটা অনুসারে সংসদ ভবন এলাকায় যা থাকার কথা তা থাকবে। যা থাকার কথা নয় তা থাকবে না।’

উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচনে যদি কেউ না আসে তবে নির্বাচন বন্ধ থাকবে না।’ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও তিনি জানান।

নবীণ বরণ অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। নবীণবরণ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন।

সারাবাংলা/একে

পূর্ণাঙ্গ তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রী মুক্তিযোদ্ধাদের তালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর