Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভবনের চিঠি গণফোরাম অফিসে, জানে না বিএনপি


২৬ জানুয়ারি ২০১৯ ২১:২৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২২:১১

।। আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান বিরোধী জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’কে চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’-এ অনুষ্ঠিত হবে এ চা-চক্র। তবে, এই চিঠির বিষয়ে কোনো খবর বিএনপি জানে না বলে দাবি করেছেন দলটির নেতারা।

শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ‘গণফোরাম’ অফিসে আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়। সন্ধ্যা নাগাদ সে চিঠি হাতে পান গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বিজ্ঞাপন

রাত সাড়ে ৮ টায় সারাবাংলাকে সুব্রত চৌধুরী বলেন, ‘গণভবনে চা-চক্রের দাওয়াত পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছে তারা। সন্ধ্যায় অফিসে গিয়ে আমি আমন্ত্রণপত্র দেখেছি।’

জাতীয় ঐক্যফ্রন্ট গণভবনের চা-চক্রে যাবে কি না?— সারাবাংলার এমন প্রশ্নের জবাবে সুব্রত চৌধুরী বলেন, ‘সেখানে যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ আমাদের নেই। নির্বাচের আগে তো গিয়েছিলাম। তাতে কী লাভ হয়েছে? মাঝখান থেকে নির্বাচনে অংশ নিয়ে অপমানিত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। যেভাবে আক্রমণের শিকার হয়েছি, তাতে জীবনটাও চলে যেতে পারতো।’

সুব্রত চৌধুরী বলেন, ‘‘এছাড়া এটা তো চা-চক্রের আমন্ত্রণ। সেখানে তো আলোচনার জন্য ডাকা হয়নি। সুতরাং আমার ব্যক্তিগত অভিমত, গণভবনে যাওয়ার কোনো দরকার নেই। আমরা নির্বাচনে অংশ নিয়েই ‘পাপ’ করেছি। নতুন করে আর কিছু করতে চাই না। ‘’

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নামে গণফোরাম অফিসে পাঠানো এ চিঠির কোনো খবরই জানে না ফ্রন্টের প্রধান শরিক দল বিএনপি। দলটির একাধিক নেতার কাছে বিষয়টি সম্পর্কে জানার জন্য ফোন দিলে, তারা সাফ জানিয়ে দেন, চা-চক্রের আমন্ত্রণের খবর তারা জানেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন: গণভবনে আমন্ত্রণ পেলেন ঐক্যফ্রন্টের নেতারা

শনিবার (২৬ জানুয়ারি) রাত ৮ টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাবাংলাকে বলেন, ‘গণভবন থেকে পাঠানো কোনো আমন্ত্রণের খবর আমি জানি না। কোনো চিঠি-পত্র আমাদের কাছে আসেনি।’

আমন্ত্রণ পেলে গণভবনে যাবেন কি না?— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমন্ত্রণ সম্পর্কেই আমার কিছু জানা নেই। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সুতরাং যাওয়া না যাওয়ার বিষয়ে আর কী বলব?’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘গণভবনে চা-চক্রের আমন্ত্রণ সম্পর্কে আমি কিছু জানি না। সুতরাং এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না।’

উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দুই দফা সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে অনুষ্ঠিত ওই সংলাপে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানসহ বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় জাতীয় ঐক্যফ্রন্টকে।

নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগ প্রধানমন্ত্রীর দেওয়া কোনো প্রতিশ্রুতির প্রতিফলন নির্বাচনে তারা দেখতে পাননি। সে কারণে অভাবনীয় ভরাডুবি হয়েছে তাদের। তাই আর কোনো সংলাপ বা আলোচনার জন্য গণভবনে যাবেন না তারা।

এরইমধ্যে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণ জানিয়ে গণফোরাম অফিসে চিঠি পাঠিয়ে দেওয়া হয়। যেখানে লেখা আছে, ‘আগামী ২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এজেড/এমএনএইচ/

গণফোরাম গণভবন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর