Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কারাগারে জঙ্গিনেতা রিজওয়ান হারুন


২৬ জানুয়ারি ২০১৯ ১৭:০৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: গুলশান থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গিনেতা রিজওয়ান হারুনকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার ( ২৬ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক রবিউল আলম রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিকে আসামির পক্ষের আইনজীবী কলিমুল্লাহ মজুমদার জামিন আবেদন করেন।

এর আগে গত ২০ জানুয়ারি আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন ঢাকার আরেক মহানগর হাকিম।

গত ১৯ জানুয়ারি ভোর ৬টার দিকে ধানমন্ডি ৬-এর ঈদগাহ মসজিদের সামনে থেকে রিজওয়ান হারুনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, রিজওয়ান হারুনের মদদে বাংলাদেশে সর্বপ্রথম আল-কায়দার মতাদর্শী জঙ্গি সংগঠন জামাতুল মুসলিমিন ( জেএম) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ১৭টি দেশে এ সংগঠনের কার্যক্রম রয়েছে।

রিজওয়ানসহ সংগঠনের সদস্যরা ঢাকা শহরে বিভিন্ন বাসা, মসজিদ এবং হারুন ইঞ্জিনিয়ারিং এর নিজস্ব অফিসকে এ কার্যক্রমের জন্য ব্যবহার করত।

২০১৭ সালের মে মাসে দেশে ফিরেই আত্মগোপনে ছিলের জঙ্গিনেতা রিজওয়ান হারুন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সে ছিল মোস্ট ওয়ান্টেড।

সারাবাংলা /এআই/একে

জঙ্গিনেতা রিজওয়ান হারুন

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর