Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ শুরু: সেতুমন্ত্রী


২৬ জানুয়ারি ২০১৯ ১৪:০৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৬:১২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে যাত্রা শুরু করেছি।’ শনিবার (২৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

এদিকে, মন্ত্রিসভার একটি সূত্র জানায়, এই ওয়েজ বোর্ড বাস্তবায়নে আরও দুই মাস সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছে, আরও আলোচনা হবে। এখানে একটু জটিলতা আছে। এজন্য সবার একটু সহযোগিতা ও ত্যাগ করতে হবে।’

বর্তমান সরকার ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি এজেন্ডায় ছিল। এরপরই এ বিষয়ে শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘টেলিভিশনের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে। ইতোমধ্যে এটি আলোচনায় এসেছে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুঁইফোঁড় অনলাইন চিহ্নিত করা হচ্ছে।’

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘অনলাইনের প্রয়োজন আছে। তবে রেজিস্ট্রেশনের সময় ভুঁইফোঁড়গুলো বাদ পড়ে যাবে। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড রিভাইজ করা হবে।’ অনেকের কাছে ভুয়া কার্ড রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সারাবাংলা/ আরএ/এমএনএইচ

নবম ওয়েজ বোর্ড সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর