Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত নেতাদের মনোনয়ন তরুণরা মেনে নিতে পারেনি: প্রধানমন্ত্রী


২৫ জানুয়ারি ২০১৯ ১৯:৩৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ২০:০০

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষ জোট বিএনপির পরাজয়ের বহুবিধ কারণ ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এক আসনে ৩-৪ জন বা তারও বেশি প্রার্থী মনোনয়ন; মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্যের অভিযোগ এবং দুর্বল প্রার্থী মনোনয়ন; নির্বাচনে সংখ্যাগরিষ্ঠাতা পেলে কে প্রধানমন্ত্রী হবেন – সে বিষয়ে অনিশ্চয়তা এসব কারণে বিএনপির পরাজয় হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘নিজেরা জনগণের জন্য কী করবে, সে কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। অপরদিকে ক্ষমতায় গেলে আমাদের বিরুদ্ধে কী ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থা নেবে তাদের প্রচারণায় তা প্রাধান্য পেয়েছে। সোসাল মিডিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার করা ছাড়া নিজেদের সাফল্যগাঁথা তুলে ধরতে পারেনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামাতের দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি। সর্বোপরি, বিএনপি’র ধানের শীষ মার্কায় যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি। তরুণেরা আর যাই হোক স্বাধীনতা-বিরোধী শক্তির পক্ষ নিতে পারে না। এ রকম আরও বহু উদাহরণ দেওয়া সম্ভব, যার মাধ্যমে প্রমাণ করা যাবে যে সাধারণ ভোটারগণ বিএনপি’র দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নৌকার অনুকূলে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছিল।’

সারাবাংলা/এনআর/একে

আরও পড়ুন

আওয়ামী লীগের বিজয় ছিল প্রত্যাশিত: প্রধানমন্ত্রী
যারা আমাদের ভোট দিয়েছেন, দেননি সবাইকে ধন্যবাদ
নিরঙ্কুশ বিজয় আমাদের দায়িত্ব-কর্তব্য বাড়িয়ে দিয়েছে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

বিটিভির নাটক ‘লবণ জলের মানুষ’
২৪ জানুয়ারি ২০২৫ ২০:৪৬

আমেরিকান উৎসবে নুহাশের ’২ষ’
২৪ জানুয়ারি ২০২৫ ২০:৩৭

তৌসিফের নায়িকা পড়শী
২৪ জানুয়ারি ২০২৫ ২০:২৪

আরো

সম্পর্কিত খবর