Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনিসুল হকের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করব: আতিকুল


২৫ জানুয়ারি ২০১৯ ১৮:১৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ২০:১৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনের সুযোগ পেয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মনোনয়নপ্রত্যাশী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ যদি আমাকে নমিনেশন দেয়, জীয় হয়ে সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের অসমাপ্ত কাজগু দ্রুত সম্পন্ন করতে পারবো।’ শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নফরম জমা দিতে এসে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এরআগে, বিকেল চারটা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীদের নিয়ে আতিকুল ইসলাম ফরম জমা দিতে আসেন।  এরআগে মানবিক ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে নেতাকর্মীদের বিশাল শোডাউন দিয়ে ফরম জমা দিতে আসেন মনোনয়ন আগ্রহী আদম তমিজি হক।

আরও পড়ুন:  ঢাকা উত্তরে আ. লীগের প্রার্থী কে, জানা যাবে ২৬ জানুয়ারি

মনোনয়ন ফরম জমা শেষে আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক ঢাকা উত্তর সিটিকে একটি উচ্চতায় নিয়ে গেছেন।  এই উচ্চতার মাপে নিয়ে যাওয়ায় আমাদেরও আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি হয়ে গেছে।’

আতিকুল ইসলাম আরও বলেন, এই ঢাকা শহর থেকে জলাবদ্ধতা, যানজট ও জলজট নিরসনে চেষ্টা করবো। ‘

এদিকে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আদম তমিজি হক বলেন, ‘যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে নির্বাচিত হলে রাজধানীর বস্তিবাসীর উন্নয়নে কাজ করবো। ‘ তিনি আরও বলেন, ‘আমরা সরকারিভাবেও কিছু বস্তি বানিয়ে দিতে চাই। আমাদের প্রধান ফোকাস থাকবে ১৫ মাসে কাজগুলো এগিয়ে নিয়ে আসতে। মনোনয়ন না পেলে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবো।’

উল্লেখ্য, গত  মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।  ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই উপ-নির্বাচন উপলক্ষে গত বুধবার (২৩ জানুয়ারি)  আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।  চলে ২৫ জানুয়ারি পর্যন্ত।  প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলে।

সারাবাংলা/এনআর/ এমএনএইচ

ডিএনসিসি উপ-নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর