Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে পর দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে: মওদুদ


২৫ জানুয়ারি ২০১৯ ১৬:০৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ২১:৪২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, নির্বাচনে পর দেশের রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সরকারই সরকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে। যার ফলে সরকারের পতন হবে।

নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে গণধর্ষণের শিকার নারীকে শুক্রবার (২৫ জানুয়ারি) দেখতে এসে তিনি একথা বলেন।

আরও পড়ুন: এবার কবিরহাটে গৃহবধূকে গণধর্ষণ

এসময় উক্ত ধর্ষণ মামলা সম্পর্কে মওদুদ অভিযোগ করে বলেন, মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও চিকিৎসকরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন। তারা ধর্ষণের আলামত পাওয়া যায়নি উল্লেখ করে মেডিকেল প্রতিবেদন তৈরি করেছেন।

ধর্ষণের শিকার গৃহবধূকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে জানিয়ে মওদুদ বলেন, অপরাধীদের বিচারের মুখোমুখি করাতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাওয়া হবে।

এসময় মওদুদের সাথে আরও উপস্থিত ছিলেন, দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো: শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি মধ্যরাতে ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে স্বামীর অনুপস্থিতিতে সিঁদ কেটে ঘরে ঢুকে ওই নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে খবর পায় পুলিশ। পরদিন তাকে বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয় দোকানী জাকির হোসেনসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ওই নারী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

ব্যারিস্টার মওদুদ আহমদ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর