Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯


২৫ জানুয়ারি ২০১৯ ১৪:০৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২২:১৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার সাউথ সুলাওয়েসি প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে আরও দুই ডজনের বেশি মানুষ। নিখোঁজদের উদ্ধার করতে তৎপর হয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

বুধবার (২৩ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সাউথ সুলাওয়েসি থেকে অন্তত ৩ হাজার ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া আঘাত হানছে প্রদেশের দক্ষিণাঞ্চলে। ফুঁসে ওঠছে নদীর পানি। ইতিমধ্যে জল নিমগ্ন হয়েছে অন্তত নয় জেলা।

সাউথ সুলাওয়েসির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সিয়ামসিবার শুক্রবার (২৫ জানুয়ারি) বলেন, আমি এর আগে এরকম বৈরি পরিস্থিতি দেখিনি- এটা সবচেয়ে খারাপ।

তিনি জানান, এখন পর্যন্ত অন্তত ২৫ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা ছিল ৩০জন। একদিনের ব্যবধানে তা প্রায় ৬০জনে পৌঁছেছে।

সিয়ামসিবার বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়া জেলা। এই এক জেলাতেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন।

এছাড়া, বন্যার পানিতে বন্ধ হয়ে গেছে একটি প্রধান হাইওয়ে। তাই দুর্যোগ আক্রান্ত এলাকাগুলোতে হেলিকপ্টার দিয়ে ত্রাণ পৌঁছাচ্ছেন কর্তৃপক্ষরা। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অন্তত ৪৬ জন চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/ আরএ

ইন্দোনেশিয়া বন্যা ভুমিধস সাউথ সুলাওয়েসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর