ডাকাতির মামলায় লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা কারাগারে
২৫ জানুয়ারি ২০১৯ ০৮:৪১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ০৯:২১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
লক্ষ্মীপুর: ডাকাতির প্রস্তুতির মামলায় আটকের পর একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদকে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মামুনকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে তাকে জেলার সদর হাসপাতাল থেকে আটক করা হয়। পরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট সদর উপজেলার কুশাখালীর ঝাউডগী এলাকায় মোসলেহ উদ্দিনের বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ওই ডাকাতির প্রস্তুতির নেতৃত্ব দিচ্ছেলেন কাজী মামুনুর রশিদ বাবলু।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, ডাকাতির প্রস্তুতির মামলায় মামুনুর রশিদ বাবুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর