Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েলস অ্যাসেম্বলিতে উন্নয়ন শীর্ষক আলোচনাসভা


২৫ জানুয়ারি ২০১৯ ০৫:৫৮

।। সাজিয়া স্নিগ্ধা, লন্ডন থেকে।।

যুক্তরাজ্য ভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের আয়োজনে কার্ডিফের ওয়েলস এসেম্বলিতে বাংলাদেশের উন্নয়ন এবং বর্তমান চিত্র নিয়ে ‘বাংলাদেশ এ গোল্ডেন জার্নি টু ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ওয়েলস এসেম্বলির হেলথ এ্যান্ড সোশ্যাল সার্ভিসের ডেপুটি মিনিস্টার জুলি মরগানের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রথমেই তরুন রাজনীতিবিদ মাসুদা আলী, উপস্থিত এসেম্বলি মেম্বারদের পরিচয় করিয়ে মঞ্চে ডেকে নেন।

হেলথ এ্যান্ড সোশ্যাল সার্ভিসের ডেপুটি মিনিস্টার জুলি মরগানের স্বাগত বক্তব্যর পরেই স্টাডি সার্কেলের চেয়ারপার্সন সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে পরিচালিত হয় আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব।

বক্তব্য রাখেন ওয়েলস অ্যাসেম্বলির ডেপুটি মিনিস্টার এবং চীফ হুইফ জেন হাট,ডেপুটি মিনিস্টার জেনি রাথবন এসেম্বলি মেম্বার ফর কার্ডিফ সেন্ট্রাল, মোহাম্মদ আসগার এসেম্বলি মেম্বার ফর সাউথ ওয়েলস ইস্ট, স্টাডি সার্কেলের গবেষক সাজিয়া স্নিগ্ধা, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, আনসার আহমেদ উল্লাহ, বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিকসহ আরও অনেকে ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি মেম্বার হেলথ মিনিস্টার ভঘান গেথিং, ডেপুটি মিনিস্টার ডইফর ম্যারিওনড , শিক্ষাবিদ গ্লেন ব্রেনাম,শিক্ষাবিদ আব্দুল্লাহ আল মামুন। কমিউনিটি ব্যক্তিত্ব সুলতান মাহমুদ শরীফ, জালাল উদ্দিন, আব্দুল আহাদ চৌধুরী, নাজিম করিম, শামিম আহমেদ, ইয়াদিয়া জামান, মিসবা সাদাত, ওয়াসিমুজ্জামান, মাসুম, আনোয়ার আলী, শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, সাংবাদিক মকিস মনসুরসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

আলোচনাসভা লন্ডন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর