Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটি খননে বেরিয়ে আসছে রাজা বল্লাল সেনের দূর্গ


২৫ জানুয়ারি ২০১৯ ০৭:০০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২২:১৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মুন্সীগঞ্জ: বঙ্গদেশে ১১৬০-১১৭৯ খিস্টাব্দ পর্যন্ত রাজত্বকারী সেন বংশের ২য় রাজা বল্লাল সেনের রাজধানী ও প্রসাদ ছিল তৎকালীন বিক্রমপুর বর্তমান মুন্সীগঞ্জের রামপালে। তবে কালের বিবর্তনে এটি ইতিহাসের অংশ নিলেও রাজা বল্লাল সেনের প্রসাদ বা দূর্গ হারিয়ে গিয়েছিল বহুকাল আগেই। এবার মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ি এলাকায় প্রত্নতত্ত্ব খননে বেরিয়ে এসেছে হাজার বছরের পুরনো ঐতিহাসিক রাজা বল্লাল সেনের দূর্গের দেয়ালসহ ইট ও মৃৎপাতের টুকরা।

বিজ্ঞাপন

খনন কাজে নেতৃত্বে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে অধ্যাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান জানান, বল্লাল সেনের নামেই এই এলাকা এখনও বল্লাল বাড়ি নামেই পরিচিত। মাটির কয়েক ফুট খননকরা হলে প্রাচীন ইট, ইটের টুকরো, মৃৎপাতের টুকরো, চার কল পাওয়া যায়। কিছুটা গভীর খনন করলে দেয়ালের অংশ বেরিয়ে আসে।

তিনি জানান, গত এক সপ্তাহ যাবত অনুসন্ধান করা হচ্ছে। সোমবার থেকে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে ওই কাজ শুরু করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনেও খনন কাজে বেরিয়ে আসে আরও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

সরেজমিনে দেখা যায়, এলাকাটির স্থানীয় নুরুল ইসলাম শেখের কাঠবাগানে চলছে খনন কাজ। খনন কাজে অংশ নিয়েছেন ড. সুফি মুস্তাফিজুর রহমানসহ চীনের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. চাই হুয়ান। এছাড়াও ৪-৫ জন গবেষকের নির্দেশনায় কাজ করছে ৭০ এর অধিক শ্রমিক। এরইমধ্যে স্থানটির একটি গর্তও খোড়া হয়েছে। গর্তটি দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় তিন মিটার করে।

বিজ্ঞাপন

সুফি মুস্তাফিজুর রহমান জানান, এ স্থানটির চারো পাশে এখনো পরিখা দৃশ্যমান রয়েছে, যার প্রস্থ ৬০ মিটার। খনন কাজে এরইমধ্যে অনেক প্রত্ন নিদর্শন পাওয়া গেছে। আরও খনন করলে আরও বেশি নিদর্শন পাওয়া যাবে।

এই স্থানটির মাটির নিচেই দূর্গটি আছে। বেশি খনন করা গেলে এর চরিত্র সম্পর্কে বোঝা যাবে। আপাতত পরীক্ষামূলক খনন কাজ চলছে। পরবর্তীতে বড় ধরনের খনন কাজের সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/একে

নিদর্শন মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর