Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের সেনা সদস্য আটক


২৫ জানুয়ারি ২০১৯ ০১:২৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২২:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাল্লুকখাইয়া সীমান্ত থেকে অং বো থিন নামে মিয়ানমারের এক সেনা সদস্যকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাল্লুকখাইয়ের ৪৯নং সীমান্ত পিলার এলাকা থেকে ওই সেনা সদস্যকে আটক করা হয়।

বিজিবি’র রামু সেক্টরের কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে মিয়ানমার সেনাবাহিনীর একজন সদস্যকে আটক করা হয়েছে। মিয়ানমারের ওই সেনার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পোশাক পরিহিত একজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবির জিজ্ঞাসাবাদে আটক হওয়া মিয়ানমারের ওই সেনা বলেছে, তার নাম অং বো থিন। তিনি মিয়ানমারের সেনাবাহিনীর এলআইবি ২৮৭ ব্যাটালিয়নের সদস্য।

সারাবাংলা/জেআইএল/এমএইচ

মিয়ানমার সেনাবাহিনী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর