Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসি-উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি


২৪ জানুয়ারি ২০১৯ ২১:১০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ২৩:০৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন, উপজেলা নির্বাচন ও দু’টি সংসদীয় আসনে পুনঃনির্বাচন ও উপ-নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘আমাদের যে সিদ্ধান্ত হয়েছে, তা হচ্ছে আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন, উপজেলা নির্বাচন— এগুলোতে অংশ নিচ্ছি না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এ সরকারের অধীনে ও বর্তমান নির্বাচন কমিশনের পরিচালানায় এই ধরনের নির্বাচনগুলো শুধু প্রহসনে পরিণত হওয়া ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার সম্ভবনা নেই। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে, নির্বাচন কমিশন ব্যর্থ এবং নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না, সেই কারণে আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি না, এটা আমাদের পার্টির সিদ্ধান্ত।’

আরও পড়ুন: উপজেলা নির্বাচনে যাবে না বিএনপি, প্রার্থী হলেই বহিষ্কার

জাতীয় সংসদের আসন্ন দুইটি উপ নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘উপ নির্বাচনেও যাচ্ছি না আমরা, সিদ্ধান্ত হয়ে গেছে।’

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দির এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সেটা পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দীন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদের দু’টি আসনে অনুষ্ঠিত হবে পুনঃনির্বাচন ও উপনির্বাচন। এই নির্বাচনগুলোতে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এছাড়া আগামী মার্চ মাস থেকে সারাদেশে ৪৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েক ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণার সম্ভবনা রয়েছে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির কারণে এসব নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সারাবাংলা/এজেড /এমএনএইচ/

ডিএনসিসি উপ-নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর