Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুলতান আব্দুল্লাহ মালয়েশিয়ার নতুন রাজা


২৪ জানুয়ারি ২০১৯ ১৯:২২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৯:২৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মালয়েশিয়ার পেহাং রাজ্যের সুলতান আব্দুল্লাহ দেশটির নতুন রাজা নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ জানুয়ারি তার অভিষেক ঘটবে। খবর বিবিসির।

এর আগে, নির্ধারিত পাঁচ বছরের আগেই চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন কেলান্তান রাজ্যের সুলতান  মুহম্মদ পঞ্চম। মালয়েশিয়ার ইতিহাসে এমনটি আগে কখনো ঘটেনি। গত বছরের নভেম্বরে সুলতান মুহম্মদ পঞ্চম স্বাস্থ্যগত কারণে ছুটি নেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে খবর রটে সাবেক এক মিস মস্কোকে বিয়ে করেছেন তিনি। এরপরই পদত্যাগের ঘোষণা আসে  রাজার পক্ষ থেকে।

মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজতন্ত্র অনেকটাই আনুষ্ঠানিক। রাজার উপাধি ‘ইয়ং ডি-পেতার্ন’। নিত্যদিনের কাজে তার কোন দায়িত্ব বা জবাবদিহিতা নেই। দেশটির ১৩টি রাজ্যের মধ্যে ৯টি রাজ্যের রাজপরিবারগুলো থেকে পালাক্রমে রাজা নির্বাচিত করার রেওয়াজ রয়েছে। রাজ্যগুলোর প্রতিনিধিরা ১টি করে ভোট প্রদানের সুযোগ পান। অর্ধেকের বেশি ভোট কোন রাজ্যের পক্ষে না পড়লে, পরবর্তী রাজ্য থেকে রাজা নির্বাচিত করা হয়।

১৯৫৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর হতে মালয়েশিয়ায় এই ঐতিহ্য চালুর সিদ্ধান্ত হয়। রাজা রাষ্ট্রের প্রধান সাংবিধানিক পদে নিয়োগ দিয়ে থাকেন। তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। এছাড়া, ইসলাম ধর্ম বিষয়ে যেকোনো সিদ্ধান্তে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর।

সারাবাংলা/এনএইচ

_____________________________
সবার আগে তথ্য পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: ‍Sarabangla/facebook

ইউটিউবে দেখুন ভিডিও প্রতিবেদন: Sarabangla/youtube

আমাদের ফলো করুন ইনস্টাগ্রাম ও টুইটারে
_____________________________

বিজ্ঞাপন

প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন।

মালয়েশিয়া রাজতন্ত্র সুলতান আব্দুল্লাহ সুলতান মুহম্মদ পঞ্চম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর