Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির ১২ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড


২৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩৪

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

রাবি: ২০১৭ সালের স্নাতক সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২ শিক্ষার্থী পেয়েছেন ‘কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড-২০১৭’।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে ডিনস কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের আসমা আক্তার, ইতিহাস বিভাগের মো. কে এম আব্দুল্লাহ আল আমিন রাব্বী, ইংরেজি বিভাগের তাহেনাজ পারভীন বিভা, বাংলা বিভাগের মোছা. নিলুফা ইয়াসমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তামান্না সিদ্দিকী, আরবী বিভাগের মো. আবু বকর সিদ্দিক, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মাহবুবুর রহমান, সঙ্গীত বিভাগের মোছা. উম্মে কুলসুম, নাট্যকলা বিভাগের মো. তাশহাদুল ইসলাম তারেক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. মোসলেমা খাতুন, সংস্কৃত বিভাগের কিরণ দেবী এবং উর্দু বিভাগের মোছা. সুমাইয়া সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এছাড়া ফারসি ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক মো. আতাউল্যাহর সঞ্চালনায় অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক সভাপতিত্ব করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান পরীক্ষার ফলাফল ভালো করার ব্যাপারে বলেন, একই বিভাগের ৫০ জন শিক্ষার্থী সবাই একই গুরুর কাছে পড়ছে। কিন্তু এদের মধ্যে কেউ প্রথম হচ্ছে, কেউ ভাল ফলাফল করছে আবার কেউ অকৃতকার্য হচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? তাই বলে তাদের কেউ যে মেধাবী না, তা আমি মনে করি না। যারা অ্যাওয়ার্ড পায়নি, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারাও শিক্ষায় অনুপ্রাণিত হবে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনেও মেধার পরিচয় দিতে হবে।

বিজ্ঞাপন

পরে অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিভাগের তাহেনাজ পারভীন বিভা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তামান্না সিদ্দিকী, নাট্যকলা বিভাগের মো. তাশহাদুল ইসলাম তারেক তাদের অনুভূতি জানান।

সারাবাংলা/এমআই

ডিনস অ্যাওয়ার্ড

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর