Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে পথনাট্য ‘ছারপোকা’


২৪ জানুয়ারি ২০১৯ ১৮:২৭

।। রাবি প্রতিনিধি।।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পথনাট্য ‘ছারপোকা’ মঞ্চায়িত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে এ নাটক মঞ্চায়িত করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখার উদ্যোগে নাটকটি মঞ্চায়িত হয়।

নাট্যকার রতন সরকার রচিত নাটকটির নিদের্শনায় ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নাট্য সম্পাদক হাসান খালিদ। আগামীকাল (শুক্রবার) বিকেলেও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটকটি ফের মঞ্চায়িত হওয়ার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধের ইতিহাসকে সবসময় বিকৃত করার চেষ্টা করে স্বাধীনতাবিরোধী চক্র। এখনও যারা রাজাকারদের আদর্শকে ধারণ করে সমাজের বুক ফুলিয়ে চলাফেরা করে তারা এ স্বাধীন দেশে তাদের রাজত্ব কায়েম করতে চায়। নাটকে তাদেরকেই ছারপোকা হিসেবে উল্লেখ করা হয়েছে। নাটকের বিভিন্ন দৃশ্যে এ বিষয়টি ফুটে উঠেছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-হাসান খালিদ, আনছারুল অনুপম, শ্রাবন্তী রানী, সোহাগ দেওয়ান, আজম হোসেন, আজমিরা আঞ্জুম, আশিকুর রহমান আশিক, গোলাম মোস্তফা, তৃপ্তি, রাশেল, সীমা, শিবলী শিহাব প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলিম।

সারাবাংলা/একে

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর