Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ানবাজারে ডিএনসিসির অভিযান, ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ


২৪ জানুয়ারি ২০১৯ ১৮:৫৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশন অভিযান চালিয়ে দুইশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা নাহিদ আহসানের নেতৃত্বে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর কারওয়ানবাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রীনল্যান্ড, সিয়াম ফার্নিচার, নিউ স্টার হার্ডওয়ার ও তৃপ্তি হোটেল।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসবি/একে

ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর