Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুদ্রানীতি ঘোষণা ৩০ জানুয়ারি


২৪ জানুয়ারি ২০১৯ ১৬:৪১ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৬:৫২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০১৯) মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বুধবার (৩০ জানুয়ারি)। ওই দিন এক সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে করিব।

বাংলাদেশ ব্যাংকের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের পঞ্চম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণার ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠনের পর এই প্রথম মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে। দেশের জিডিপি প্রবৃদ্ধিকে মাথায় রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য ধরে এই মুদ্রানীতি ঘোষণা করা হবে। পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে বেসরকারি খাতের বিনিয়োগকেও। এছাড়া বেশিরভাগ লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রেই বড় কোনো পরিবর্তন আসছে না।

সারাবাংলা/এসজে/টিআর

বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর