বুয়েট অ্যালামনাইয়ের ১০ম পুনর্মিলনী শুক্রবার
২৪ জানুয়ারি ২০১৯ ১৬:৩৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৬:৪৫
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই’ ১০ম পুনর্মিলনীর আয়োজন করেছে। শুক্রবার (২৫ জানুয়ারি) ক্যাম্পাস প্রাঙ্গণে ‘বুয়েট অ্যালামনাই পুনর্মিলনী ২০১৯’ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি কনফারেন্স হলে একথা জানান সংগঠনটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, পিঠা-পুলির প্রাতরাশ দিয়ে শুরু হবে অনুষ্ঠান, এরপর উদ্বোধনী আলোচনা পর্ব। দিনব্যাপী কার্যক্রমের মধ্যে আরও থাকছে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, পুতুল নাচ, মহিলাদের খেলাধুলা, র্যাফেল ড্র, স্নাতকদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন আকর্ষণীয় পর্ব। প্রায় ৪ হাজার বুয়েট স্নাতক ও তাদের পরিবারের সমাগমে সকাল-সন্ধ্যা মুখরিত থাকবে বুয়েট।
এছাড়া, বুয়েটের ১১ টি বিভাগের গত স্নাতক পরীক্ষায় স্বর্ণ-পদকপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের উপাচার্য প্রফেসর সাইফুল ইসলামসহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে বুয়েট অ্যালামনাইয়ের কার্যক্রম নিয়ে মহাসচিব ড. প্রকৌশলী সাদিকুল ইসলাম বলেন, বুয়েট অ্যালামনাই মূলত কয়েকটি বিষয়বস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়ে আসছে। সেগুলো হচ্ছে – বুয়েট এর শিক্ষাব্যবস্থা ও পরিকাঠামোর উন্নতি কর্মকাণ্ডে সহায়তা, অ্যালামনাইদের সামাজিক ও পেশাদারী জীবনের মান উন্নয়নে সহায়তা, শিক্ষার্থীদের গবেষণা এবং পাঠ্যক্রম বহির্ভূত উদ্যোগে সহায়তা, আর্থিক বিপর্যয়গ্রস্ত অ্যালামনাইদেরকে চিকিৎসার প্রয়োজনে অনুদান, প্রাসঙ্গিক জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে সেমিনার ও আলোচনা সভার আয়োজন এবং প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সুষ্ঠু পরিচালনা করা।
প্রকৌশলী মাহতাব উদ্দিন বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বুয়েট স্নাতকেরা দেশের জন্য সবসময় অবদান রাখার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় বুয়েট অ্যালামনাই নিজেদের উদ্যোগে প্রায় ১০০ কোটি টাকার অনুদান প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অন্যান্যদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হবে।
এছাড়া বিভিন্ন জাতীয় সংকট যেমন নদী দূষণ, ট্রাফিক জ্যাম, আবহাওয়া পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সমস্যা থেকে উত্তরণে বুয়েট অ্যালামনাই নিয়মিত আলোচনা সভা ও সেমিনারের আয়োজনও করে থাকে বলে জানান তিনি।
উপস্থিত প্রকৌশলী মুনিরউদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থী জীবনের স্বপ্নীল দিনগুলোতে ফিরে যাওয়ার অনুভূতি ও পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বজায় রাখ, গল্প ও আড্ডার সুবর্ণ সুযোগ হচ্ছে এই পুনর্মিলনী অনুষ্ঠান। এর পাশাপাশি বুয়েটের অভ্যন্তরীণ উন্নয়নমূলক কার্যক্রম ও পরিকল্পনার ব্যাপারেও এখানে আলোচনা করা হয়ে থাকে।
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মিডিয়া উপকমিটির আহ্বায়ক প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান, মিডিয়া উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু। সংবাদ সম্মেলনটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন সাংবাদিক সাদেক হোসেন।
সারাবাংলা/ওএম/এনএইচ