Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ভাঙার জন্য অন্তর্কোন্দলই যথেষ্ট: সেতুমন্ত্রী


২৪ জানুয়ারি ২০১৯ ১৪:০৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২২:২০

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপিকে সরকার ভাঙতে চায় না বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি ভাঙার জন্য দলটির অন্তর্কোন্দলই যথেষ্ট।’ বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে ‘সাসেক প্রকল্পের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল’ পর্যন্ত সড়কের নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘এরই ম‌ধ্যে বিএনপির নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন।  তাদের মুখেই ভাঙনের সুর শোনা যাচ্ছে।’ তিনি বলেন, ‘তাদের সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন নেই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিএনপি ভাঙার চক্রান্ত চলছে: ফখরুল

ওবায়দুল কাদের বলেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।’

প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ কাজ যৌথভাবে করবে হুগো চায়না ও মীর আক্তার কনস্ট্রাকশন।  আগামী তিন বছরে শেষ হবে ১৯ কি‌লো‌মিটা‌র দীর্ঘ এই নির্মাণকাজ।

/সারাবাংলা/এসএ/এমএনএইচ

সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর