Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির চরিত্রটি আমার কাছে গুরুত্বপূর্ণ: অমৃতা চট্টোপাধ্যায়


২৪ জানুয়ারি ২০১৯ ১৩:৪২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৬:৫৯

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

টালিগঞ্জ সিনেমা পাড়ায় অমৃতা চট্টোপাধ্যায় এক নতুন নামই বলা চলে। তবে নতুন হলেও তিনি এরইমধ্যে পরিচালকদের ভরসার কারণ হয়ে দাঁড়িয়েছেন। আর তাই পরিচালক রঞ্জন ঘোষও তার ওপর ভরসা রেখেছেন। ‌‌‌‌রান্নাকেন্দ্রিক ছবি ‌‘আহা রে’-তে অমৃতা গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তিনি পর্দা ভাগাভাগি করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর সঙ্গে।

বিজ্ঞাপন

নিজের চরিত্রে সম্পর্কে অমৃতা সারাবাংলাকে বলেন, ‌‌‌‘আমি শাহিদা নামের একটি চরিত্রে অভিনয় করছি। ফ্যাশন ডিজাইনার থাকি। ক্যারিয়ার নিয়ে খুব সচেতন। মূলত আমি আরিফিন শুভ দা’র বান্ধবীর চরিত্রে অভিনয় করেছি।’


আরও পড়ুন :  প্রথমবার ভাষার গান গাইলেন বাপ্পা মজুমদার


প্রথমবারের মতো আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন তিনি। সহশিল্পী শুভ সম্পর্কে জানতে চাইলে প্রশংসা করে বলেন, ‌‘খুব ভালো অভিনেতা তিনি। সেটে আমরা অনেক মজা করেছি। শুটিং করার সময় একবারও মনে হয়নি যে প্রথমবারের মতো শুভ দা’র সঙ্গে অভিনয় করছি।’

ছবিটিতে আরও অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বেশ কয়েক মাস যাবত অন্তার্জালে ধাপে ধাপে ‌‘আহা রে’ ছবির পোস্টার, টিজার প্রকাশ করা হয়েছে। কিন্তু সেসবে অমৃতাকে সেভাবে প্রচার করা হয়নি। কিন্তু সবশেষ ট্রেলারে দেখা গেছে তাকে। এটা নিয়ে কি মন খারাপ হয়? উত্তরে অমৃতা বলেন, ‘এটি মূলত দুটি চরিত্রের প্রেমের গল্প। ঋতু দি আর শুভ দা হলেন সেই দুটি চরিত্র। আমি এতে প্রধান চরিত্রে অভিনয় করিনি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আমি কতোগুলো দৃশ্যে অভিনয় করব জেনেই এতে অভিনয় করতে রাজি হয়েছি। কারণ এই ছবিতে চরিত্রটি আমার কাছে গুরুত্বপূর্ণ। কয়টি দৃশ্যে আমাকে দেখা যাবে সেটা মুখ্য নয়! সুতরাং মন খারাপের কোন অবকাশ নেই।’

বিজ্ঞাপন

আগামী ২২ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অমৃতা আশা করছেন তার চরিত্রটি মানুষের ভালো লাগবে। সমৃদ্ধ হবে নিজের অভিনয় ক্যারিয়ার।

অমৃতা বর্তমানে আরও বেশকিছু ছবিতে অভিনয় করছেন। রিক বসুর ‘রানি’, রাজা ঘোষ পরিচালিত ‘চাবিওয়ালা’ ছবিতে দেখা যাবে তাকে।

এদিকে রঞ্জন পালিতের নতুন ছবি ‘লর্ড অব দ্য অরফ্যানস্’- ছবির কাজও শেষ করেছেন। আদিল হুসাইনও অভিনয় করেছেন সিনেমাটিতে। এছাড়া অভয় দেওলের সঙ্গে করা ‘জে এল ৫০’ ছবিটি আছে মুক্তির অপেক্ষায় ।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :  আহমেদ ইমতিয়াজ বুলবুল চিরনিদ্রায় শায়িত


অমৃতা চট্টোপাধ্যায় আরিফিন শুভ আহা রে ঋতুপর্ণা সেনগুপ্ত রঞ্জন ঘোষ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর