Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জনের মৃত্যু


২৪ জানুয়ারি ২০১৯ ১০:৪০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২২:২২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে র‌্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে এসব ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্র ধর জানান, ভোরে মাতারবাড়িতে একদল ডাকাত অবস্থান করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও গুলি চালায়। পরে সকালে ঘটনাস্থল থেকে হেলাল (৩৫) নামে এক ডাকাত দল সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি সহ প্রায় ১২ টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

নিহত হেলাল ডাকাত মাতারবাড়ির হংস মিয়াজিপাড়ার মৃত জাকির হোসেনের ছেলে।

অন্যদিকে ভোরে টেকনাফের বাহারছড়া মুখ এলাকায় মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলিতে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৫০ হাজার ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড বিদেশি গুলি এবং একটি দেশি এলজি।

কক্সবাজার র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ মীরজা মাহতাব উদ্দিন জানান, মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে ওই জায়গায় র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষা করতে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ দুইজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

এসব ঘটনায় নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

বন্দুকযুদ্ধ মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর