Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে  ইয়াবাসহ দুই যুবক আটক


২৪ জানুয়ারি ২০১৯ ০৪:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

জয়পুরহাট: জয়পুরহাটে ২৯৫টি ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৩ জানুয়ারি) রাতে জেলা শহরের আধুনিক হাসপাতাল মোড় থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, সদর উপজেলার কাশিয়াবাড়ী কবিরাজপাড়া এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে আতিক সরদার (২৫), একই এলাকার মুকুল শেখের ছেলে স্বাধীন শেখ (২৩)।

সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, আতিক ও স্বাধীন গোপনে দীর্ঘদিন মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে আধুনিক হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আতিক ও স্বাধীনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ২৯৫টি ইয়াবা পাওয়া যায়। দীর্ঘদিন পুলিশ তাদের খুঁজছিল বলে জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ

আটক ইয়াবা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর