Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার ভাষার গান গাইলেন বাপ্পা মজুমদার


২৪ জানুয়ারি ২০১৯ ০২:৩০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৬:৫৬

।।এমএকে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার প্রথমবার ভাষা নিয়ে গান করছেন। ‘আমার প্রাণের বর্ণমালা’ শীর্ষক এই গান বাজারে আসবে আগামী ২১ ফেব্রুয়ারির আগেই। যার রচয়িতা হচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক।

বাপ্পা মজুমদার সারাবাংলা’কে বলেন, ‘একটা গান নিয়ে কাজ করছি, এটা একুশ নিয়ে গান। ভাষা দিবস উপলক্ষে মূলত এই গান। আশা করছি ভিডিওসহ গানটা বানানোর কাজ আগামী ফেব্রুয়ারির ১৪/১৫ তারিখের মধ্যে শেষ করতে পারব। গানটি ভিডিওসহ আমার ইউটিউব চ্যানেলে ২১ ফেব্রিুয়ারির আগেই সরাসরি প্রকাশ করবো।’


আরও পড়ুন :  আহমেদ ইমতিয়াজ বুলবুল চিরনিদ্রায় শায়িত


বাপ্পা মজুমদার সারাবাংলা’কে বলেন, ‘আমার একটা তাগিদ ছিল। একুশ নিয়ে আমি কখনো গান করিনি। এককভাবে ভাষা নিয়ে আমার কোনো গান নেই। তো, সেরকম একটা তাগিদ থেকেই এই গানটা করছি।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া সাংবাদিক সায়ীদ আব্দুল মালিকের প্রবল উৎসাহ ছিল আমার সাথে কাজ করার। আমি আগেও তার লেখা একটি গানে কণ্ঠ দিয়েছি, কাজ করেছি। তবে গানটি এখনো প্রকাশ করা হয়নি। ওই গানটি দৈনন্দিন জীবন, আমাদের যান্ত্রিক জীবন নিয়ে একটি গান। এই গানটি শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে। তবে সেটা ভাষা দিবসের পর।‘

প্রথমবার একুশ নিয়ে গাওয়া গানের বিশেষত্ব সম্পর্কে বাপ্পা মজুমদার বলেন, ‘অন্য গানের তুলনায় এই গানে ভিন্নতা রয়েছে। গানের কথাগুলো একেবারে অন্যরকম। ওভারঅল কম্পোজিশন খুবই সহজ, কোনো প্রকার জটিলতা নাই, একেবারে সহজ কথায় লেখা। সহজেই বুঝতে পারা যায় এমন কথা। এ ছাড়া গানের সুর করার ক্ষেত্রেও অত্যন্ত সহজ সুর তোলার চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

রচয়িতা সাংবাদিক সায়ীদ আবদুল মালিক সারাবাংলা’কে বলেন, ‘আমার প্রাণের বর্ণমালা’ শিরোনামের এই গানটি ১৯৯৭ সালের কোন একসময় লেখা। ২০১৫ সালের নভেম্বর মাসের শেষের দিকে এই গানটিসহ বেশ কয়েটি গান নিয়ে দলছুটের বাপ্পা মজুমদারের কাছে যাই। তিনি গানগুলো হাতে নিয়ে খুব মনযোগের সাথে পড়ে ‘আমার প্রাণের বর্ণমালা’ ও ‘ব্যস্ত শহর’সহ তিনটি গান পছন্দ করেন।’

তিনি আরও বলেন, ‘যখন থেকে গান লেখা শুরু করি, তখন থেকেই আমাকে প্রেম-বিরহের কথা ও গল্পের চাইতে দেশের কথা, ভাষার কথা ও বাবা-মায়ের কথা নির্ভর গল্পের গানই বেশি ভাবিত করতো। এ পর্যন্ত আমি যতগুলো গান লিখেছি তার মধ্যে দেশের কথা, ভাষার কথা ও বাবা-মায়ের কথা নির্ভর গানের সংখ্যাই বেশি।’

সারাবাংলা/জেআইএল/এমএইচ


আরও পড়ুন :  নায়করাজের জন্মদিনের একাল-সেকাল


গান ভাষার গান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর