হিলিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
২৩ জানুয়ারি ২০১৯ ১৯:১৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ২৩:১৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
দিনাজপুর: দিনাজপুরের হিলিতে উপজেলার ঐতিহ্যবাহী ছাতনী চৌমুহনী আর্দশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় মাঠে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ।
বিদ্যালয়ের শিক্ষক সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল রানা। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষকা বেবী প্রামানিক, সহকারী শিক্ষক আসমান আলী, মনসুর রহমান, মো. হালিম বাবু, শ্রী প্রণীব কুমার, মাধবী রায়সহ অনেকে।
পরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান।
সারাবাংলা/এসবি