Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন


২৪ জানুয়ারি ২০১৯ ০৩:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী যাচাই-বাছাইয়ের জন্য আট সদস্যের পার্লামেন্টারি রোর্ড গঠন করেছে জাতীয় পার্টি।

বুধবার (২৩ জানুয়ারি) পার্টি চেয়ারম্যান এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ কমিটিকে অনুমোদন দিয়েছেন। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বোর্ডের চেয়ারম্যান এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্যসচিব করা হয়েছে।

পার্লামেন্টারি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, গোলাম কিবরিয়া টিপু, অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল হাসান চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী।

সারাবাংলা/এএইচএইচ/এসবি/এমএইচ

কমিটি জাতীয় পার্টি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর