ময়মনসিংহে নারীসহ চার জঙ্গি আটক
২৩ জানুয়ারি ২০১৯ ২২:৫১ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০০:২৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ: ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চার জঙ্গিকে আটক করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র্যাব)। এদের মধ্যে একজন নারীও আছে। বুধবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৮ টায় তাদের আটক করা হয়।
র্যাব-১৪’র মেজর শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পর তাদের আটক করা হয়।
দীর্ঘদিন তাদের ওপরে অনলাইনে ও মোবাইলে নজরদারি রাখার কথা জানিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/এসবি/একে