চট্টগ্রামে গোয়েন্দা জালে আটক দুই মাদক বিক্রেতা
২৩ জানুয়ারি ২০১৯ ২১:০১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ২১:০২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: প্রায় একমাস ধরে ব্যক্তিগত গাড়ির গতিবিধি অনুসরণের মাধ্যমে ফাঁদে ফেলে দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা কিনে চট্টগ্রাম নগরীতে বিক্রি করত বলে জানিয়েছে ডিবি।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় রেলওয়ে হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। এসময় জব্দ করা তাদের বহনকারী প্রাইভেট কারে তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। আটক হওয়া দুজন হরেন- মো. মুসলিম (৩৬) এবং মো. ওসমান (৩০)। দুজনের বাসা চট্টগ্রাম নগরীতে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো.জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, জব্দ করা প্রাইভেট কারটিতে করে মাদক পরিবহনের তথ্য পেয়েছিলাম। এরপর একমাস ধরে আমরা প্রাইভেট কারটির গতিবিধি পর্যবেক্ষণ করি। গাড়িটি কোথায় যায়, কতবার কক্সবাজারে গেছে- সব পর্যবেক্ষণের পর নিশ্চিত হয়ে আজ (বুধবার) সেটি আটকে তল্লাশি করেছি।
ইয়াবা ও ফেনসিডিল বিক্রির অভিযোগে আটক মুসলিমের বিরুদ্ধে ৫টি এবং ওসমানের নামে একটি মামলা আছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এমআই