Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকল্পের কাজ সময়মতো বাস্তবায়ন করতে হবে: এলজিআরডিমন্ত্রী


২৩ জানুয়ারি ২০১৯ ১৯:৪৮ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৯:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: বর্তমান সরকার জনগণকে উন্নয়নের চমক দেখাতে চায় বলে মন্তব্য  করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।  তিনি বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে আমাদের সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নেওয়া সব প্রকল্প সময়মতো বাস্তবায়ন করতে হবে। ’ বুধবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি’র ওপর পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে উন্নত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ভূমিকা সবচেয়ে বেশি।  এলজিইডি-র মাধ্যমে বাস্তবায়িত গ্রামীণ অবকাঠামো প্রকল্পগুলো গ্রামের জীবনযাত্রায় নতুন গতি সঞ্চার করবে।’

যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর্থ-সামাজিক গুরুত্ব বিবেচনায় নেওয়ারও জোর দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।  নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়িত হলে জনগণ যথাযথ সুবিধা ভোগ করবে।’

সভায় জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২৪ হাজার ৩০৮ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ২০৬ টি প্রকল্প বাস্তবায়ন করছে।  যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৯৭ টি ও কারিগরি সহায়তা প্রকল্পের সংখ্যা ৯টি।  সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নাধীন ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত ১১৬টি প্রকল্পের ওপর পর্যালোচনা করা হয়।

 সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলজিইডি-র প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমএনএইচ

প্রকল্প

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর