ডাকসু নির্বাচন ১১ মার্চ
২৩ জানুয়ারি ২০১৯ ১৮:৪৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৯:২২
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ১১ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
ডাকসুর গঠনতন্ত্র ৮ (ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার (২৩ জানুয়ারি) নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। ভিসি জানিয়েছেন, খুব শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন বিষয়ে পৃথক সভা করে। সভায় বিভিন্ন হলের প্রভোস্ট, উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ঢাবি উপাচার্য ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের একজন সদস্য সারাবাংলাকে বলেন, ‘আজকের সভায় ডাকসু নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে আলোচনা হয়েছে এবং তারিখ ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী সিন্ডিকেট সভায় ডাকসু নির্বাচনের তারিখ ও অন্যান্য বিষয় চূড়ান্ত হবে।’
১১ মার্চ তারিখ নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘মার্চে উপজেলা পরিষদ নির্বাচন, ১৭ তারিখে জাতির জনকের জন্মদিন ও পরে নানা রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকায় ১১ তারিখ উপযুক্ত মনে হয়েছে এবং এই দিনটি বেছে নেওয়া হয়েছে।’
এসব বিষয় নিশ্চিত করে ডাকসুর অন্যতম উপদেষ্টা সদস্য অধ্যাপক মাকসুদ কামাল সারাবাংলাকে বলেন, ‘আজকের সভায় ডাকসু নির্বাচনের খসড়া আচরণ বিধি চূড়ান্ত করার লক্ষ্যে বলা হয়েছে। ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে করা ওই আচরণ বিধি চূড়ান্ত করার জন্য আবার ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হবে।’
সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে প্রশাসন তার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই সভাপতি বলেন, ‘প্রথমবারের মতো পরিপূর্ণ আচরণ বিধি প্রণয়ন করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি মনে করি আচরণ বিধি বাস্তবায়নের মধ্যে দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি হবে এবং এই ডাকসু নির্বাচন একটি মডেল নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
ডাকসু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এর আগে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে দুই দফা মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সারাবাংলা/কেকে/একে
আরও পড়ুন
ডাকসু নির্বাচনের জন্য সাধ্যমত চেষ্টা করব: উপাচার্য
ডাকসু নির্বাচনের জন্য ১৫ সদস্যের কমিটি
ডাকসু নির্বাচন হতে বাধা নেই: আপিল বিভাগ
ডাকসু নির্বাচন: ঢাবি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
জাতীয় নির্বাচনের পরেই ডাকসু নির্বাচন: অ্যাটর্নি জেনারেল
ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি কর্তৃপক্ষ তামাশা করছে
গভীরভাবে অনুভব করছি ডাকসু নির্বাচন দরকার
মধুর ক্যান্টিনে আসতে চায় ছাত্রদল, আপত্তি নেই ছাত্রলীগের