ইউনিপে টু ইউ’র এমডিসহ ৬ জনের কারাদণ্ড, ২৭০২ কোটি টাকা জরিমানা
২৩ জানুয়ারি ২০১৯ ১৮:২৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৮:৩০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলায় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মুনতাসির হোসেনসহ ছয় কর্মকর্তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে মামলার ছয় আসামিকে ২ হাজার ৭০২ কোটি ৪১ লাখ ১১ হাজার সাতশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে জরিমানার টাকা রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ( ২৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ- ৩ এর বিচারক সৈয়দ দিলজার হোসেন এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন ইউনিপে টু ইউ-এর চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনতাসির হোসেন, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, ব্যবস্থাপক জামশেদ রহমান, উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরী এবং ইউনিল্যান্ডের পরিচালক আরশাদ উল্লাহ। দণ্ডিতদের মধ্যে মুনতাসির, জামশেদ ও আরশাদ আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা পলাতক আছেন।
এছাড়া এ মামলা সংক্রান্ত বিভিন্ন হিসাব নম্বরে অবরুদ্ধ ৪২০ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৬৬৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ইউনিপে টু ইউ বাংলাদেশ লিমিটেডের নামীয় এবং আসামিদের ব্যক্তিগত সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
মামলার অভিযোগে বলা যায়, ২০০৯ সালের ১১ অক্টোবরে মুনতাসির হোসেন ও শহিদুজ্জামান ইউনিপে-টু ইউ বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানি রেজিস্টার অব জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করেন। আমদানি, রফতানি ও মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি হিসেবে ইউনিপে টু ইউ’র এই নিবন্ধন নেওয়া হয়। এ ধরনের বিনিয়োগের জন্য যে সমস্ত আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন তা না করে ভার্চুয়াল গোল্ড ক্রয়ে বিনিয়োগের কথা বলে নিরীহ ও সরলমনা জনসাধারণকে অল্প সময়ের মধ্যে অধিকহারে মুনাফার আশ্বাস দিয়ে কোম্পানির অনুকূলে অর্থ জমা দিতে প্ররোচিত করে।
২০০৯ সালের ১১ নভেম্বর থেকে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিরীহ জনসাধারণ কোম্পানির তিনটি হিসাবে বিভিন্ন গ্রাহকদের হিসাব থেকে ২৪৬ কোটি ১৩ লাখ তিন হাজার ৪৫৫ টাকা জমা হয়। ইউনিপে টু ইউ’র কর্মকর্তা মুনতাসির হোসেন ও শহিদুজ্জামান সদস্য এজেন্টদের কমিশন প্রদান, কোম্পানির খরচ দেখিয়ে হিসাবগুলো থেকে ২৬ কোটি ১২ লাখ ৩২০৭ টাকা উত্তোলন করেন। যার অধিকাংশ অর্থ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত হিসাবে জমা করা হয়।
ওই ঘটনায় ২০১১ সালের ২৫ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।
২০১৫ সালের ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।
সারাবাংলা/এআই/একে