Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারিয়াকান্দির দুই বাড়িতে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি


২৩ জানুয়ারি ২০১৯ ১৮:৪২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: জেলার সারিয়াকান্দিতে পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনাতে দুই পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক এবং পার্শ্ববর্তী গাবতলী ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী দক্ষিণ পাড়ার মুজিবুর রহমান কাজীর আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ও গ্রামবাসী প্রায় দেড় ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারের সদস্যরা নিরাপদে থাকলেও অগ্নিকাণ্ডের ঘটনাতে মজিবুরের বাড়ির ১০টি কক্ষের সবকিছুই পুড়ে যায়।  উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন বল্টু বলেন, অগ্নিকাণ্ডে মজিবুর রহমানের পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) একই উপজেলার হাটশেরপুর ইউনিয়নের খোর্দ্দবলাইল গ্রামের মৃত আহাদ আলীর ছেলে কৃষক সফিকুলের ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পার্শ্ববর্তী উপজেলা গাবতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। সফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডে টিনসেটের তিনটি ঘরে থাকা নগদ টাকা, পাট, ধান, ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সারাবাংলা/এসবি

অগ্নিকান্ড বগুড়া সারিয়াকান্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর