Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচনের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন


২৩ জানুয়ারি ২০১৯ ১৭:৫২

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে স্মারকলিপিও দিয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসে ‘জয় বাংলা ভাস্কর্য’ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে।

বিজ্ঞাপন

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায় ও ক্যাম্পাসে সুষ্ঠু ও প্রগতিশীল সংস্কৃতির বিকাশ ত্বরান্বিত করতে অবিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে।

মানববন্ধন শেষে উপাচার্যের কাছে দেওয়া স্মাকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দাবির মধ্যে আছে, ভোটার তালিকা হালনাগাদ করা, গঠনতন্ত্রের যুগোপযোগী সংশোধন, অবিলম্বে তফসিল ঘোষণা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ধীষণ প্রদীপ চাকমা।

সংগঠনের সাধারণ সম্পাদক গৌরচাদ ঠাকুরের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি, দপ্তর সম্পাদক জিতায়ন চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌরভ ধর এবং সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রত্যয় নাফাক।

এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি প্লেটো খীসা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

চাকসু

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর