Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ফখরুলের সামনে দুই নেতার ঝগড়া


২৩ জানুয়ারি ২০১৯ ১৭:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বগুড়া: বিএনপি মহাসচিব ও সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে ঝগড়া করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। বগুড়ায় বিএনপি মহাসচিবের আগমন ও এ বিষয়ে দলীয় কর্মসূচি জানা না জানা নিয়ে ওই দুই নেতা একে অপরের প্রতি রুষ্ট হন।

এর আগে বগুড়ার সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় নেতাকর্মীরা অভিষিক্ত করেন। তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসীকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নেতাকর্মীরা দাঁড়িয়ে ও করতালি দিয়ে মির্জা ফখরুলকে অভিবাদন জানান।

নির্বাচন পরবর্তী সফরে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে বিএনপি মহাসচিব বুধবার দুপুরে একটি বিলাসবহুল হোটেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় শুরুর আগে হোটেল অডিটোরিয়ামে পৌঁছানোর আগে দলীয় মহাসচিবের কর্মসূচির বিষয় জানা না জানা নিয়ে জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন লিফটের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং একজন অপরজনের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন। একপর্যায়ে দলের মহাসচিব মাঝে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করেন। এমনকি তার সঙ্গেও এক নেতার বাদানুবাদ হয়। ঝগড়া থামাতে মহাসচিবকে একজনের কোটের কলার পর্যন্ত ধরতে হয়। লিফট খোলার পর এ অবস্থা উপস্থিত নেতাকর্মীরা দেখতে পান। পরে দুজনকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতবিনিময় সভার মঞ্চে ওঠেন।

মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে আমরা প্রত্যাখান করেছি। নির্বাচনের মাধ্যমে মানুষের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনাসহ একটি দল শুধু ক্ষমতায় থাকার জন্য সকল মুল্যবোধসহ অর্জনকে ধংস করেছে বলে অভিযোগ করেন। দেশে এমন সংকট আর আসেনি।’ শুধু আশা-আকাঙ্ক্ষার ক্ষতি নয়, নির্বাচন কমিশনের প্রতি আস্থা পর্যন্ত নষ্ট করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপি এখন কোন পথে এগুবে তা নির্ধারণ করতে হবে। দেশ প্রজাতন্ত্র না, একদলীয় শাসন চলছে তা সামনে এসেছে।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘এ সরকার, মূল্যবোধ, গণতন্ত্র ও ভালো কিছু বিশ্বাস করে না।’

ফখরুল আরও বলেন, ‘এখন প্রধান লক্ষ্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা।’

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা হিসাবে ঘোষণা দেওয়া হলেও এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপি’র সভাপতি ছাড়া আর কেউ বক্তব্য রাখেননি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’

সারাবাংলা/একে

বগুড়া বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর