Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার


২৩ জানুয়ারি ২০১৯ ১৬:২৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় আলী হোসেন (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সকালে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেওরাতলা মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত যুবক আলী হোসেন সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।

মৃতের ভাই ও সখিপুর ইউপি সদস্য আকবর আলী জানান, তার ভাবীর (আলী হোসেনের স্ত্রী) সাথে স্থানীয় জাকিরের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে সালিশ বৈঠকও হয়েছিল। এসবের জেরেই আলী হোসেনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, আলী হোসেন দিনমজুরের কাজ করতো। মঙ্গলবার (২২ জানুয়ারি) থেকে সে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল। বুধবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য আলীর লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/ওএম/আরএ

গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর