Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ আত্মসাৎ : সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তার কারাদণ্ড


২৩ জানুয়ারি ২০১৯ ১৫:৪৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ফরিদপুর : অর্থ আত্মসাতের দায়ে গোপালগঞ্জ সোনালী ব্যাংক প্রধান শাখার হেড ক্যাশিয়ারসহ আটজন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ফরিদপুরের বিশেষ জজ আদালত।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মজিবর রহমান জানান, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখায় ভুয়া পেনশন হোল্ডারদের নাম দেখিয়ে সরকারি ৪৭ লাখ দুই হাজার ৬২৮ টাকা ৩৮ পয়সা আত্মসাতের অভিযোগে ওই শাখার তৎকালিন হেড ক্যাশিয়ার শওকত হোসেন মোল্লাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আব্দুস সোবহান।

২০০৩ সালের ৮ ডিসেম্বর মোট ১০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামালাটি করা হয়। এর মধ্যে ১০ আসামির মধ্যে দুইজন মারা গেছেন।

মামলাটির তদন্ত করেন দুদক এর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার।

মামলার শুনানি শেষে আসামি শওকত হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একইসঙ্গে ৪৮ লাখ দুই হাজার ৬২৮ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৭ বছর কারাদণ্ড দেন আদালত। বাকি সাতজনকে ১৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং একইসঙ্গে ৯০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেন আদালত।

রায় ঘোষনার পরে মামলার আট আসামিকে ফরিদপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

সারাবাংলা/এসএমএন

অর্থ আত্মসাৎ মামলা সোনালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর