Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াইল্ড স্টোন ও সিক্রেট টেম্পটেশনের নতুন পণ্য আনছে ম্যাকেনরো


২৩ জানুয়ারি ২০১৯ ১৫:৩৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১২:৫৪

।। সারাবাংলা ডেস্ক ।।

বাংলাদেশের বাজারে ক্রমেই জনপ্রিয় হচ্ছে প্রসাধনী কোম্পানি ম্যাকেনরো কনজিউমার প্রোডাক্টস। বিখ্যাত জরিপকারী প্রতিষ্ঠান নিয়েলসেন এসির ২০১৮ সমীক্ষা অনুযায়ী এটি ভারতে দ্বিতীয় সেরা ডিওডোরেন্ট পণ্য বিক্রেতা। বাংলাদেশের বাজারেও তারা তাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের প্রসাধনী নিয়ে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে।

ম্যাকেনরো’র সুপরিচিত প্রসাধনী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ওয়াইল্ড স্টোন, সিক্রেট টেম্পটেশন ও হেভেনস গার্ডেন। এর মধ্যে পুরুষদের জন্য ওয়াইল্ড স্টোন ও নারীদের জন্য সিক্রেট টেম্পটেশনের বেশকিছু পণ্য তারা যুক্ত করেছে দেশের বাজারে।

ওয়াইল্ড স্টোন কালেকশনে পুরুষদের পণ্যগুলো হলো— ডিওডোরেন্ট, ফেস ওয়াশ, পারফিউম, শাওয়ার জেল, আফটার শেভ লোশন, শেভিং ফোম ও হেয়ার জেল। এর মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো আনা হয়েছে এই ব্র্যান্ডের ফেস ওয়াশ, শাওয়ার জেল, শেভিং ফোম ও হেয়ার জেল। তরুণদের মধ্যে ওয়াইল্ড স্টোনের ডিওডোরেন্ট স্প্রে আগে থেকেই জনপ্রিয়। ম্যানেকরো আশা করছে, এই ব্র্যান্ডের অন্য পণ্যগুলোও একইরকম জনপ্রিয়তা পেতে সমর্থ হবে।

এদিকে, নারীদের জন্য বাজারে আনা ম্যানেকরোর সিক্রেট টেম্পটেশন ব্র্যান্ডের ডিওডোরেন্ট পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ফ্লেভারের সমারোহ। রোমান্স, মিস্টিরি, অ্যাফেয়ার, প্লে ও প্যাশন— এরকম ফ্র্যাগন্যান্সগুলো জনপ্রিয় করে তুলেছে সিক্রেট টেম্পটেশনকে। তবে এর মধ্যে ‘ডিজায়ার’ পারফিউমটি রয়েছে জনপ্রিয়তায় এগিয়ে। এই ফ্র্যাগন্যান্স তৈরিতে ব্যবহার করা হয়েছে তুরস্কের বিশেষ সুবাসের গোলাপ, রয়েছে জার্মানিয়াম ফুল ও মুস্ক-এর অনন্য সমন্বয়। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রেখে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সিক্রেট টেম্পটেশনের এই প্রোডাক্ট লাইন নারীদের নিত্যদিনের সহযোগী।

বিজ্ঞাপন

সম্প্রতি ওয়াল্ড স্টোন ও সিক্রেট টেম্পটেশনের এই পণ্যের সমাহার তুলে ধরা হয় দেশের বাজারে, এক জমকালো আয়োজনের মাধ্যমে। অনুষ্ঠানে ম্যাকেনরোর’র এমডি শ্রী নরেন্দ্র কুমার দাগা বাংলাদেশে তাদের কোম্পানির প্রসার সম্পর্কে বলেন, আমার বুঝতে পারছি, ক্রেতারা আমাদের ব্র্যান্ডের আরও নতুন কিছু পণ্য ব্যবহার করতে চাইছেন। আমরা সে চাহিদাকে পূরণ করতে চাইছি। ভারতের মতো বাংলাদেশেও আমরা ভোক্তাদের কাছে গ্রহণযোগ্য হতে পারব বলে বিশ্বাস করি।

উল্লেখ্য, ম্যাকেনরোর প্রধান করপোরেট অফিস ভারতের কলকাতায়। ওয়াইল্ড স্টোন, সিক্রেট টেম্পটেশন ও হেভেনস গার্ডেন ব্র্যান্ডের মার্কেট শেয়ার ভারতে প্রায় ১০ শতাংশ। বাংলাদেশ ও ভারত ছাড়াও কোম্পানিটির কার্যক্রম রয়েছে, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায়।

গ্রাহকরা বিস্তারিত জানতে পারবেন ম্যাকেনরোর ওয়েবসাইট www.mcnroe.com-এ। এছাড়া, ওয়াইল্ড স্টোন সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে www.wildstone.in এবং ‘ওন ইউর টেম্পটেশন’ এর মাধ্যমে সিক্রেট টেম্পটেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.ownyourtemptation.com

সারাবাংলা/এনএইচ

ওয়াইল্ড স্টোন প্রসাধনী পণ্য ম্যাকেনরো কনজিউমার প্রোডাক্টস সিক্রেট টেম্পটেশন