সিরাজগঞ্জে জাতীয় জুটমিলে আগুন ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে
২৩ জানুয়ারি ২০১৯ ১২:০২ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৪:০৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের তাঁত সেক্টরে আগুন লেগে পুড়ে গেছে বস্তার বেল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জুটমিলের তাঁত সেক্টরে এ আগুন লাগে। সাড়ে ৮টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, জাতীয় জুটমিলে আগুন লাগার খবর পেয়ে সিরাজগঞ্জ ও কামারখন্দ থেকে ফায়ার সার্ভির পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টা সময় লাগে।
জাতীয় জুটমিলের মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, মিলের তাঁত সেক্টরে আগুন লাগে। সেখানে রাখা বস্তার বেলগুলো পুড়ে গেছে।
প্রতীকী ছবি
সারাবাংলা/টিআর