Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের সঙ্গে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের মতবিনিময়


২৩ জানুয়ারি ২০১৯ ১১:০৯

।। সারাবাংলা ডেস্ক ।।

নতুন বছরকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) নিউইয়র্কে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

জাতিসংঘের স্থায়ী মিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মতবিনিময় অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেছা।

এর আগে, ২০১৭ ও ২০১৮ সালের শুরুতেও একই ধরনের আয়োজন করেছেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। শুভেচ্ছা ও মতবিনিময়ের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্দেশ্যেই এই আয়োজন করে আসছেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মাসুদ জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ এবং সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। বহুপাক্ষিক ফোরাম ও দ্বিপাক্ষিক ফোরামে কাজের ধরন, ভিন্নতা ও সাফল্য অর্জনের মাপকাঠির বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি। জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ স্থায়ী মিশনের অংশগ্রহণের সংবাদগুলো সবার কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বিচক্ষণ কূটনৈতিক প্রজ্ঞায় জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখে চলেছে। এই ঘনিষ্ট সম্পর্ক উত্তরোত্তর বাড়াতে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর আরও সাফল্যের সঙ্গে জাতিসংঘে তুলে ধরতে স্থায়ী মিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত জানান, নতুন বছর ২০১৯-এ জাতিসংঘে বেশকিছু বিষয়ে গুরুত্ব দেবে বাংলাদেশ। এসব বিষয়ে মধ্যে রোহিঙ্গা ইস্যু, এসডিজি বাস্তবায়ন, বৈশ্বিক স্বাস্থ্য বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন এবং চতুর্থ শিল্প বিপ্লবের কথা উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে নিউইয়র্কে কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেচ্ছা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কনস্যুলেটের সেবার সার্বিক বিষয়গুলো উপস্থাপন করেন। তিনি গত বছরে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষার যেসব পদক্ষেপ নিয়েছেন, তা উল্লেখ করেন। কনস্যুলেটের স্থায়ী ভবনসহ বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করেন কনসাল জেনারেল।

বাংলাদেশ স্থায়ী মিশনের উপস্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম মিশনের ২০১৮ সালের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অর্জনের বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

পরে বাংলাদেশের নির্বাচন, জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ ও কনস্যুলেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। রাষ্ট্রদূ, উপস্থায়ী প্রতিনিধি ও কনসাল জেনারেল এসব প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত নতুন বছরের ডায়েরি ও ক্যালেন্ডার এবং স্থায়ী মিশন প্রকাশিত ২০১৮ সালের প্রেস রিলিজ সংকলন তুলে দেওয়া হয় সাংবাদিকদের হাতে।

সারাবাংলা/টিআর

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন মাসুদ বিন মোমেন মিজ সাদিয়া ফয়জুন্নেছা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর