Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহতকে দেখতে গিয়ে প্রাণ হারালেন ৬ স্বজনসহ সাতজন


২৩ জানুয়ারি ২০১৯ ০৮:১৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১০:৪২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত এক ছাত্রলীগ কর্মীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার তার পরিবারের ছয় সদস্যসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) ভোর রাতে ঢাকা-রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চন্দ্রগঞ্জ বসুদুহিতা এলাকার ছাত্রলীগ নেতা অন্তরের বাবা শাহ আলম ও মা স্ত্রী নাসিমা, অন্তরের নানী শামছুন্নাহার (৪২), খালা রোকেয়া ও তার ছেলে রুবেল, অন্তরের ভাই অমিদ (৮) এবং সিএনজি চালক নূর হোসেন সোহাগ।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, ভোর রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-০৬৭৭৭) ঘন কুয়াশার ভেতরে দ্রুত গতিতে চট্টগ্রাম যাচ্ছিল। রতনপুর পৌঁছলে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত ওই অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ সব যাত্রীর মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।

প্রসঙ্গত, গতরাতেই স্থানীয় ছাত্রলীগ কর্মী অন্তরকে পিটিয়ে আহত করে অজ্ঞাত দুর্বৃত্তরা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই তাকে দেখতে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। সেসময়ই তারা দুর্ঘটনার শিকার হন।

সারাবাংলা/জেডএফ/এসএমএন

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর