নাশকতা মামলায় নাইক্ষ্যংছড়ির চেয়ারম্যান কারাগারে
২২ জানুয়ারি ২০১৯ ২১:১১ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ২১:১৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বান্দরবান: নাশকতার মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা তোফাইল আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে এই মামলায় তোফাইল আহমেদ বান্দরবান দায়রা জজ হ্লামং এর আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, সরকারি কাজে বাধাদান ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তোফাইল আহমেদ এর নামে নাইক্ষ্যংছড়ি থানায় ২০১৮ সালের ২ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে এই মামলায় তিনি বান্দরবানের দায়রা জজ হ্লামং এর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠান। আদালতে এ সময় আসামি পক্ষে আইনজীবী ছিলেন সামশুল আলম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জয়নাল আবেদিন।
সারাবাংলা/এসবি